ফাল্গুনে ভালবাসা-

ফাল্গুনে ভালবাসা-মাহমুদুর রহমান।

ভালোবাসার চরম সংকট
প্রতিনিয়তই আমাকে তাড়া দিচ্ছে,
পৃথিবীর তার বৈরুতা দিয়ে একে একে গ্রাস করছে প্রতিটি সুখকর মুহূর্ত।
দীপ্তরাজ আজ তার দ্বার বন্ধ করে দিয়েছে,
একি, আমার সাথে তার লুকোচুরি খেলা
নাকি উপহাস রচিত কোন মজা করার ঘটা।
বৈষম্যতা এতটাই প্রকট
পড়ন্ত বিকেলগুলো আগের মতো সাজেনা,
তরুণরা সব বর্ণবাদী অনশনরত
পাখিরা তাই কন্ঠ বিমুখ, নীরবতার মাঝে
প্রজ্বলিত ধ্রুবতারা আজ নিভে গেছে
সিক্ত বাতাস তার নব্য আবিষ্কারে বেস্ত,
ফুল গুলো ঝরে গেছে
চন্দ্রমণি আজ অন্ধকারে ডুবে গেছে।
তৃতীয় প্রহর অদৃশ্য ইশারায় লুণ্ঠিত
শূন্যতা আমাদের প্রবল বর্তমান,
সাগর তার পরিধিতে পিষ্ট
তবে কি, সৃষ্টিরাজি তার বাই-রোটেশন ভুলতে বসেছে?
একি! ভোরের আলো আজ এতটা আলোকিত
হলদে শাড়িতে খোপায় পড়া গাঁদা ফুলে
নির্ঝর লাবণ্য যেন রম্য রমণীতে আহামরি খাচ্ছে
তবে কি, ফাল্গুনকে বরণ করতেই ছিল এতসব নীরবতা?

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top