মাটি পরীক্ষার গুরুত্ব-

মাটি পরীক্ষার গুরুত্ব-মাহমুদুর রহমান।
বিল্ডিং ফেইল বা ধসে পড়ার মধ্যে একটি প্রধান কারন হলো মাটি ফেইল করা।সাধারনত আমরা যারা গ্রামে বাস করি, তারা এক, দুই কিংবা তিন তলা ভবনের জন্য মাটি পরিক্ষা করি না ।
কিন্তু আপনি কি জানেন একটা বিল্ডিং এর পুরো ওজনটা মাটিতে ট্রান্সফার হয় ? এক্ষেত্রে যদি মাটি দুর্বল থাকে তাহলে যেকোনো সময় আপনার বিল্ডিং টি ধসে পড়বে।
সাধারনত গ্রামে অনেকে বিল্ডিং করার সময় মাটি পরিক্ষা করে না। এবং কনট্রাক্টররা বলে মাটি পরিক্ষা করে ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে টাকা নষ্ট করার দরকার নাই। কিন্তু আপনি কি জানেন আপনি কত বড় ভুল করছেন ?
আপনি আপনার বিল্ডিং এ যত বড় ফুটিং কলাম বীম দেন না কেন পুরো ভবনের ওজন কিন্তু মাটি বহন করবে। বেইজের মাটি কাটার পর মনে হতে পারে মাটি শক্ত কিন্তু আপনার ধারনা ভুল।
ধরুন বেইজ এর গভীরতা ৫ ফুট, আপনি মাটি কাটার পর মনে হলো মাটি ভালো কিন্তু এমনও হতে পারে ১০ ফুট গভীরে মাটি কাদা হতে পারে। আপনি ৫ ফুট গভীর শক্ত মাটির উপর বেইজ বসালেন যখন বিল্ডিং এ লোড আসবে তখন বেইজের ১০ ফুট বা ১৫ ফুটে যদি কাদা থাকে লোডের কারনে বেইজের শক্ত মাটির প্লেট ফেটে যাবে আর ভবনটি ধসে যাবে৷ অথবা আপনার ভবন এখন স্ট্যাবল আছে ভূমিকম্প লোডের কারনে ভবনটি ধসে যাবে।
পৃথীবিতে অনেক ধরনের মাটি আছে। এক এক মাটির এক এক বৈশিষ্ট্য। সব মাটির সমান ক্যাপাসিটি থাকে না। মাটি সম্পর্কে একজন মিস্ত্রী বা কনট্রাক্টর কখনো সঠিক ধারনা দিতে পারবে না। প্রাথমিক ভাবে মাটি শক্ত মনে হলে ও আসলে কোন মাটিতে কিভাবে ডিজাইন করলে বিল্ডিং স্ট্যাবল হবে এটা একমাত্র একজন ইঞ্জিনিয়ার ধারনা দিতে পারে।
সুতরাং আপনার ভবনকে নিরাপদ করার জন্য মাটি পরিক্ষাকে গুরুত্ব দিন। আমার দেখা ১ তলা ভবন ও মাটি খারাপের কারনে ধসে পড়তে দেখেছি৷ একমাত্র সয়েল টেস্ট ছাড়া কোনোভাবেই ভালো না খারাপ বুঝা সম্ভব না ।
অবশ্যই ভবন তৈরিতে একজন ইঞ্জিনিয়ার এর পরামর্শ নেন।
ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top