আমার ছেলেবেলা-

আমার ছেলেবেলা-মাহমুদুর রহমান।

আমটি আমি খাব বলে
মারবো পেড়ে ঢিলে,
ধরবো বলে টেংরা-পুটি
নামবো সেথায় বিলে।
জলদি করে গোসলটা আজ
করব বাড়ি গিয়ে,
পুকুরটাতে নামবো আমি
কাটবো সাঁতার তীরে।
ঘটা ছেড়ে উঠরে গুলাম
এই বললো নানী,
নানা বলল উঠলি না তাই
বেতটা ভেঙে আনি।ডাকটা দিয়ে আরিফ-আতন কোথায় আছিস তোরা,
ডুবটা দিয়ে পালা বলছি
আসছে নানা বুড়া।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top